ভালোবাসা কি ভুল জানিনা রে
তবে কেন তুমি ভুলে গেলা রে
সুখের আশায় তুমি চলে গেলে দূরে
কি সুখ পেলে বলো অন্যের বুকে

জানি আমি জানি কভু জানি রে রে
দূরে গেছো ভালোবাসা হত্যা করে

আমার ঘুমের ঘোরে নেই তুমি আজ
কার জন্য সাজো বল বধুর সাজ
হয় নাকি তোমার একটুও লাজ
কি করে পারলে এমন কাজ

কেন তুমি আমার হলে না রে
দূরে গেছো ভালোবাসা হত্যা করে

দুখেরি কালো মেঘ চোখেরই কোনে
সুখেরই রংতুলি তোমারই মনে
নেশার ঘোরে থাকি যন্ত্রণার ভয়ে
ফেমিকনে এর ডুবে থাকো অন্যের হয়ে

হবে না তোমার সুখ হবে না রে
দূরে গেছে ভালোবাসা হত্যা করে