কত শত দূর সহস্র প্রেম সুর
না পেয়ে তোমায় হারিয়েছি
জীবনও প্রান্তে প্রেমেরও স্বার্থে
আজ আমি একা দাঁড়িয়েছি
কবির মনে না পাওয়া আশা
সেটাই তো ছিলে শুধু তুমি
সর্ষে ফুলের হলদে পড়শে
ছুঁয়ে ছিলে মোর প্রণয়ভূমি
হাসনাহেনার মতো প্রখর সুবাসে
নিশাচরের মত রাত্রি জাগি
অন্য জীবনে মিশে গিয়ে হায়
হয়ে গেছো তাহার জীবন ভাগি
না পাওয়ার বেদনা কত যে যন্ত্রনা
হারিয়ে তোমায় আমি বুঝেছি
জীবনের দ্বারে দ্বারে নিঃস্ব পরপারে
কত যে তোমায় আমি খুজেছি।
নিঃসঙ্গ নিরাকার কতটা যন্ত্রণার
সে বোঝা আমি সইতে না পারি
অবহেলার বিষে দিয়েছো মোরে পিষে।
কি কারণে করলে মোর সাথে আড়ি।