বিকৃত মানুষের যৌন লালসার
শিকার হয় যে খুকু মনিটা
সময়ের স্রোতে ভুলে যায় সবকিছু
অসহায় হয় যে ছোট্ট পরিটা

নিষিদ্ধ হায়নার কুদৃষ্টি চরদিক
নিরাপদ নেই আজ ছোট্ট মামনি
নিস্পাপ সেই মুখে যন্ত্রণার চিৎকার
তারপরও তুমি পাষাণ থামনি

সময়ের ব্যবধানে ধর্ষক ছাড় পায়
বিচার ব্যবস্থা তবু হয় শূন্য
বাংলার জমিনে এমন যদি হয়
পারবে না কেউ দিতে নারীর মূল্য

নারী শিশু নিরাপদ অধিকার পেতে
ধর্ষক কে দিতে হবে ফাঁসি
বাংলার জমিনে শান্তি ফিরবে আর
খুকুমণিদের মুখে হাসি