চির রাঙাইতো রণ ক্ষেত্র
কম্পনে কাঁপিয়া উঠে কত শত ময়দান
যুগে যুগে মহা মানব কত শত রেখে গেল
নিপীড়িত সমাজের অবদান

শোষকের এই যুগে শাসক তো নাহি পাই,
সবই যেন রক্ত পিপাসু হায়না
সময় সুযোগে গরিবের বলিদান
এটাই তো রয়ে যায় শোষকের বায়না

দাসত্বের শৃঙ্খল পরাধীনতার অন্ধল
ভেঙ্গে দেখব মুক্ত আকাশ
শোষকের বুকে মারো লাথি,
হয়ো না তো অপসাথী নিঃশ্বাসে মুক্ত বাতাস

ঐক্যবদ্ধ একজোট রুখে দেও অপজোট
বিজয়ের মালা তোমাদেরই সাথে
বিজয়ের হাসি তোমরাই হাসবে
বিজয় নিশানা তোমাদেরই হাতে।