আমি ধরণীর  বুকে নই সাবলীল, কত যে নিঃস্ব
গোপনে দেখিয়াছি মৃত্যু ক্ষুদা দেখেনি তো বিশ্ব।
ক্ষুধার তাগিদে ছুটাছুটি,অভাবের তাগিদে কষ্ট
ফুলের কলির মত সুন্দর জীবন হয়ে যায় নষ্ট।

আধারেতে থাকে অভাবী,জোছনায় থাকে সুশীল
আলোতে দেখেনা সুশীল, আধারের অভাব নীল
উকি মেরে বলে সুশীল ধনী গরিব পার্থক্য করেনা
অভাবে মানুষ মারা গেলেও তারা কিন্তু ধরেনা।

দুস্থ মানুষ রাস্তার ধারে পড়ে আছে চিকিৎসা হীন
অপেক্ষায় আছে  কখনো বাজিবে তাহার মরণ ভিন
রাস্তার ধারে  পড়ে আছে পাগল, হইয়া বস্ত্রহীন
সুশীল সমাজ সোনায় মোড়া নেই তো কোন ঋণ।

অভাবের তাগিদে পথ শিশুর রাস্তায় তার বিছানা।
সুশীল সমাজ অর্থ ব্যয়ে  কিনে আনে কুকুর ছানা।
সভ্য সুশীল ক্ষুধার্ত মানুষের নেয় না কোন খোঁজ,
ক্ষুধা যন্ত্রণার পাথর বেঁধে রাত্রি কাটায় রাত রোজ।