আমার বিষাদগ্রস্ত হৃদয় খন্ডে
নারী তুমি ফুল হয়ে এসো
ফুল সমাচার পাপড়ির শুভাশ স্পর্শে
কভু আমায় ভালোবেসো।

বসন্তহীন হৃদয় আমার বিষাদগ্রস্তে
আজ হয়েছে প্রবীন
অপেক্ষায় রয়েছি কত বসন্ত
আজ ও রয়েছি আমি তুমিহীন।

মনের গলিতে আজ ঝরা পাতার শব্দ
ফুলের পাপড়ি হয়েছে বিলিন
প্রণয় মোহে হারিয়ে গিয়ে হায়
করেছো হৃদয় খন্ড কে মলিন

তোমার অপেক্ষায় করছি পার
আমি কত শত যে বসন্ত
শত মায় আমি কাটাতে পারলেও
তোমারই মায়ায় আজ কেনো আসক্ত