ছেড়ে গেছো তুমি আজ
ছাড়ি এই পৃথিবীর ভূমি
ছেড়ে যেতে পারোনি আমার এ মন
পারবে না কখনো তুমি
না ফেরার দেশে চলে গেলে তুমি
করে আমার সাথে আড়ি
কি ভুলের কারণে বিধাতা আমারই
কাছ থেকে নিল যে তোমারে কাড়ি
চোখের জল ফেলি আমি
সেই সুখের স্মৃতি ভেবে
কষ্টে আগুন জলে বুকে
তোমায় ভেবে ভেবে
তোমাকে না পাওয়ার তৃষ্ণা
মিটবে না জানি কিসে
সাজিয়েছিলাম স্বপ্নের বাসর
তুমি আমি দুজনে মিশে
কত না রাত জেগে জেগে
স্বপ্ন বুনেছিলাম দুজনে
তোমারই নাম যে আজো
দাগ কেটে যায় আমার এ মনে
তোমার ঐ নয়নে বৃষ্টি দেখলে
হৃদয় হত আমার রক্তক্ষরণ
বিধাতার কাছে চাইতাম আমি
তোমার আগে যেন হয় গো আমার মরন