শিশির ভেজা ঘাসের উপর পা ভিজিনোর ছোঁয়া
সেটাই আমার বাংলা মায়ের প্রকৃতির এক দোয়া
শিশির ভেজা ঘাস ফুলে রাঙিয়ে দেওয়া ভূবন
প্রকৃতি যেন স্নিগ্ধ পরশে তার, মোরে করে আপন
দখিনা হাওয়া আর ককিলের কন্ঠে গান
এ যেন বাংলা মায়ের অজানা কোন আবেগি টান
বাউলের একতারার সুর যেন কারে মোর প্রান
হাওয়ায়, হাওয়ায় ভেষে আসে বাহারি ফুলের ঘ্রান
কিচিরমিচির পাখির শব্দে এমনি করে যায় বেলা
হাওয়ার তালে ঢেউ খেলানো এই যে নদীর খেলা
হাওয়ার তালে নৌকা ভাসে ছুটিয়া যায় ঘাটে
নাঙ্গল কাঁধে বলদ সাথে কৃষক যার মাঠে।
রাখাল তার গবাদি চড়ায় বসিয়া বটের তলে
রাখালের ওই বাঁশির সুরে হৃদয় যে যায় গলে
গরুর গাড়ি ছুটিয়া চলে সকাল সন্ধ্যা গায়ের হাটে
গারোয়ান ভাই গান গায় দেপান্তরের সবুজ মাঠে
সূর্যি মামা ডুবার আগে সবাই ছুটিয়া যায় বাড়ি
কুমার তাহার জাদুর ছোঁয়ায় ফুটাইয়া তোলে হাড়ি
অপেক্ষিত সন্ধ্যা প্রথিক ফুরায় না যে তাহার পথ
মনে,মনে ভাবে প্রথিক থাকতো যদি কোন রথ।