বাংলার রূপ যে বুকে করিয়াছে ধারণ
পৃথিবীর সকল রূপ যেন সে করে নিল বরণ
ছয়টি রুপেতে সাজে বাংলার আকাশ বাতাস জল মাটি
সোনালি ফসল আর রুপালি রোদে এই বাংলা চির খাঁটি
সবুজ সমারোহে বিস্তৃত মাঠ কখনো দিয়েছো হেঁটে পারি
সবুজ প্রকৃতি করিবে মুগ্ধ,যদিও করো তার সাথে আড়ি
শৈশবের ঘুরে উড়ানো ছোটা ছুটি করা আর লুকোচুরি
যাত্রার আসরেতে কিশোরের শিষ আর বহু হাতে তুরি
বঙ্গ রূপে আছে কত যে মমতা মনটাকে করিয়াছে পাগল
সবুজ সমারহে শিশিরের ছোঁয়ায় ভেতর করিয়াছে শীতল
এই বঙ্গ রূপে হাজারো সাধক দিয়াছে শান্তির ডুব
আমি শতবার আসিব ফিরে,এই বঙ্গে ধরিয়া শত রূপ