আমি সবুজের বুকে লাল
বিদ্রোহীর রক্তে লাল আজ রণক্ষেত্র
আমি কোল হারা ময়ের
বেদনা বিন্যশ শহীদ সন্তানের যুদ্ধক্ষেত্র

আমি হারানোর বেদনার মাঝেও
অপরাধের বিরুদ্ধে মহা হুংকার
আমি সৃষ্টি উল্লাসে গড়িয়া ভাঙ্গি
অপরাধের গড়ে উঠা মহা অহংকার

আমি সৃষ্টি বৈরি মহা প্রলয়ের মাঝে
স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা
আমি  স্বাধীনতার বীর বিশ্রেষ্ট সাত
সকল শহীদের প্রতি শ্রোদ্ধা

আমি নতুন ভোরের আলো
সাজানো সকালে না পাওয়া নাগিচা
আমি ভাষা আন্দোলনের শহীদ মিনারে
পদতলের পুস্পের বাগিচা

আমি ভাই হারা বোনের
আর্তনাতের চিৎকার হৃদয়ে রক্তের ফোঁটা
আমি স্বাধীনতা পেতে
হরিয়েছি সব স্বাধীনতা পেয়েছি তাই গোটা