উচ্চ শিহরে ব্যাস্ত নিহরে
রক্তকণিকায় আগুনের ফুলকি জ্বলে
অনাচার ব্যভিচারে শান্ত পৃথিবী
তখন ন্যায়ের কথা বলে
উন্মাদ হয়ে খুঁজিয়া বেড়াই
শান্তি মানবতার খোঁজ
সবখানেতে দেখিতে পাই
মানবতা যায় মৃত্যুপুরিতে রোজ
দেখিয়া অনাচার অগ্নি নয়নে মোর
জলের ফোটায় যায় ভরী
অশান্ত যমদূত কারিয়া সর্ব সুখ,
সুখ তীরে ফিরায় না কভু তরী
হতাশার অগোচরে আশার প্রদীপ জ্বলে
দুষ্টু হাওয়ায় কভু নিভে
করো তুমি ফস ফস যত দোষ নন্দ ঘোষ
অজুহাত আর কত দিবে