স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে
স্বপ্নের মতো করে দেখতে।
সন্ধ্যার রাতে ভোর হলে
দেখতে লাগে ভালো।
রাতের আকাশে তারা গুলো
যেমন করে খেলা।
স্বপ্নের রাতে মিলিয়ে দেখি
তখন ভাবি একা।
দিনকে কাটাই যেমন করে
কষ্টে কাটে রাত।
স্বপ্ন আমার পিছু করে
রাতে ঘুমাই যখন আবার।
স্বপ্নের ডাকে ঘুম ভেঙ্গে যায়
উঠে দেখি সকাল অল্প।
তাই দেখে ঘুমিয়ে পড়ি
আবার হই কান্ত।
স্বপ্ন দেখে মেলে না আজও
বলি মিথ্যা আবার
রাত কেটেছে স্বপ্নের মাঝে।
দিন কেটেছে ক্ষেত খামারে
স্বপ্ন দিয়ে ঘেরা শহর টি
লুকিয়ে থাকে আজ
তাই দেখে ভয় পেওনা।
দেখব না স্বপ্ন আবার
স্বপ্ন যদি ফিরিয়ে আসে
রাখব যত্নের মাঝে
রাতের আকাশে উঁকি দিয়ে যায়
আমি মানুষটি খুবি কান্ত।