সময় একটা ছোট্ট নাম
দেখতে হয় সবার ।
ঘড়ি শব্দ টন টন আওয়াজ
শুনতে হয় আবার।
হঠাৎ যদি পার হয়ে যায়
ক্ষতি হয় কারো।
থেমে থাকে না কারো জন্য
স্থির হবে না একটুও
সকাল থেকে সকাল পর্যন্ত
চলতে ই শুধু থাকে।
মূল্য শুধু দিতে হয়
নানান কাজের মাঝে।
সময়কে বেধে রাখা যায় না কখন
পার হয়ে যায় সমান ভাবে
ছুটতে হয় তাকে।
ঘড়ির থাকে তিনটি কাটা
মিনিট শুধু ষাট।
সেকেন্ড যায় শো শো করে
আবার ফিরে আয়।