তোর হাসিতে যদি বৃষ্টি নামাতে পারতাম
খুশির মঞ্চে দাঁড়িয়ে থাকতাম।
ভালোবাসা দিয়ে যদি কষ্ট পাওয়া যায়
মিথ্যা দোহায় দিয়ে ব্রেকআপ করে নিলাম।
হাসি খুঁজতে যদি মান অভিমান আসে
সেই হাসি খুঁজতে মানা করে দিলাম
হাসি মাঝে যদি আনন্দ না থাকে।
সেই হাসি দরকার নেই আমার কাছে
কেঁদে সাগর ভাসিয়ে দেওয়ার চেয়ে
উল্টো জবাব দাও তাতে ভালো থাকতে।
হাসি কারণ যদি তুমি হতে
তাহলে পেয়েও লাশ হতাম না।
হাসি মুখ রাখতে তোমায়
অবহেলা করেছো আমায়
তবুও ভালোবাসিবো তোমায়