আমি এই ভূবণ ছেড়ে যাবো
এই ভুবন আমার জন্য নহে
কত অশ্রু ঝরেছে এই তল্লাটে
সীমাহীন এজন্য জীবন চাহিনী।
কত রক্ত দেখেছি কত রক্ত গঞ্জনে
এই ভুবন আমার জন্য নহে
কত জীবনে প্রাণের বদলতে।
হাসি খুশি থাকবো বলে
কত সুন্দর খুনশুটির এই মেলায়।
মিশে গেছে আড়ালে
আমি ছেড়েছি কত কিছু
আর কত কিছু ছাড়া বাকি।
মায়া পড়ে থাকতে চেয়েছি বলে
মূল্যহীন ভাবে বেচে আমি।
মা বাবা  দেখতে চাইনি  বেকার ছেলে বলে।
কত শূন্যতা বিরাজমান পকেট খালি
সমাজে অন্ধ মানুষের বুকে।