চির চেনা মুখটা দেখে
হইলাম আমি অভাগ।
ভালোবাসা দিতে না পারলে
নি স্বর্গ জীবন দশায়।
অবহেলা করতে ভাষার প্রয়োজন হয় না বলে।
ব্যবহার ছিল না জানা।
কেন এমন করতে পারলি?
জীবনটা আমার দুরদশা।
দুরদশা করে কী বা মজা পেলি।
নতুন করে সাজাতে তোকে একদম ছাড়া।
পারছি না আমি সেই সময়টা পেতে
এখন আমি তোকে ছাড়া খুব ভালো একা।
লেখা পড়াটাও পারছি না করতে?
পারছি না ঠিক ভাবে থাকতে
ভোরের আলো দেখার আগে
ঘুম হয়না বলে।
চেনা মুখটা দেখতে চাই না আমি
ভালো আছি খুব ভালো
তোর মতো মানুষ ছাড়া।