হে নারী তুমি করতে থাক
ভয় নেই তোমার এখন।
বড় জোর গলায় বলতে থাক
তুমি সাধু বাদী।
কতজন দেখে গেলো
তুমি পতিতাবৃত্তি
তুমি মায়াবতি, ছলনাময়ী
তুমি সাধু নির্যাতিতা।
রাতে এ পড়িস তাহাজ্জুত তুই।
কাকে বলে বেড়াস তুমি।
সাধু হতে চাচ্ছ তুমি
তুই বড় কলঙ্কিতা।
রাতে কত কি করেছিস তুই
কত নিষ্পাপ তুমি।
দিনের তোর চরিত্র কেমন?
তুই একজন পাপাচারী।