সাপ্লাই কোম্পানি
মোঃ আব্দুল জলিল
হায়রে সাধের প্রবাস
রয়েছি যেন বনবাস,
এরই নাম কি প্রবাস
সাপ্লাই কোম্পানিতে এসে।
এখন লেগে গেছে গলে ফাঁস
এক মাস করিলে কাজ,
পরের মাসে কাজ শেষ
কিছু মানুষ আছে হয়ত বেশ।
সাপ্লাই কোম্পানিতে এসে এখন
আশা ভরসা সব কিছুই,
যেন হয়ে গেছে সব শেষ
দেশের মানুষ ভাবছে যেন।
সব প্রবাসীরাই আছে বেশ
সাপ্লাই কোম্পানিতে আছে যারা,
তারা তো নয় বেশবেশ।
কোম্পানিতে কাজ থাকিলে
বেতন আছে না থাকিলে নাই,
এটাই সাপ্লাই কোম্পানির
নিয়ম নীতি ভাই।।।