ছুটছে মানুষ টাকার পিছে
মোঃ আব্দুল জলিল
ছুটছে মানুষ ঘুরছে মানুষ
দুনিয়ারি ওই টাকার পিছে,
হালাল হারাম খুঁজছেনা তারা
ছুটছে টাকার পিছে।
সবাই ভাবছে টাকা ছাড়া
এই দুনিয়ায় সব কিছুই মিছে,
হারাম রাস্তায় করছো কামাই
দেখছো না আর ঘুরে পিছে।
টাকার পিছে ছুটতে গিয়ে
করছো কত কিছু,
টাকার হিসাব দিতে হবে
ভাবছো কি কিছু।
হালাল রাস্তায় কর কামাই
আসান পাবে কিছু,
নামাজ রোজা করো তুমি
ছাড়ো দুনিয়ার পিছু।
আল্লাহর রাস্তায় চলো তুমি
রক্ষা পাবে কিছু।।।