শীতের হাওয়া লেগেছে গায়ে
মোঃ আব্দুল জলিল
শীতের হাওয়া লেগেছে গায়ে
শিশির পরশ লেগেছে পায়ে,
শীত লেগেছে গায়ে।
শীতের হাওয়া লেগেছে পায়ে
পা ধরেছে জিম জিম,
শিশির পরশে লেগেছে শীত
শরীল করছে শির শির।
শীতের পরশ লেগেছে প্রানে
গায়ে ধরেছে কাঁপন
শীত পড়েছে কন কন
দাঁতে সাথে দাঁত লেগেছে টন টন।
শীতে এখন ধরতে হবে
নেপ তোষক কম্বল
এটাই শীতের সম্বল।।