স্বার্থপর মানুষ
মোঃ আব্দুল জলিল
নতুন চাঁদ দেখতে বাঁকা
সাপ চলছে আঁকাবাঁকা,
মানুষ তো নয় এত বোকা
স্বার্থের টানে থাকবে পাশে।
স্বার্থ উদ্ধার হলে শেষে
পাবেনা আর তোমার পাশে,
চলবে সে আঁকাবাঁকা
পাবেনা আর তার দেখা।
হয়ে যাবে তুমি ভীষণ একা
খেয়েছ তুমি অনেক ধোকা,
সাপ কেন চলে আঁকাবাঁকা
পেয়েছো কি তার কোন দেখা।
পাবেনা আর কখনো তার দেখা
সাপ চলে জঙ্গলে,
আর স্বার্থপর মানুষ চলে
রাতের অন্ধকারে।।।