রয়েছি একেলা
মোঃ আব্দুল জলিল
শরিসা ক্ষেতে ফুলের মেলা
ভ্রমর করছে খেলা,
তাই দেখিয়া মন আমার
হইছে উতলা ।
তোমার সৃতি মনে রেখে
রয়েছি একেলা,
তুমি বন্ধু আসবে ফিরে
সেই আশাতে থাকি।
তোমার কথা ভাবতে ভাবতে
রাত হয়ে যায় ভোর,
তুমি কি আছো এখন
বন্ধু ঔ বহুদুর।।।