রাজনীতি
মোঃ আব্দুল জলিল

কর সবাই পেট নীতি
করতে নেই রাজনীতি,
রাজনীতিতে আছে দুর্নীতি
দুর্নীতিতে শুখ নাই।

রাজনীতিতে শান্তি নাই
গরিব দুঃখি পেটে
লাথি মারছে তাই।

রাজনীতি করছে যারা
তাঁরা সুদু করছে খাই খাই,
গরিব দুঃখি দের
পিটের চামড়া চাই।

নেতা এখন বলেছে তাই
পকেটেতে টাকা পয়সা নাই,
গরিব দুঃখি দের
কোন ছার নাই।