ফসলের ওই মাঠ
মোঃ আব্দুল জলিল
রাখাল বাজায় বাঁশের বাঁশি
কৃষক গাইছে গান,
বৈশাখ-জৈষ্ঠি এলো বুঝি
কৃষক কাটবে ধান।
কৃষকের গানে সবুজ মাঠে
ফসলের গুনগান,
হাওয়ার সাথে হেলে দুলে
ফসলের ওই মাঠ।
মাঠ ভরা ফসল আর
ক্ষেত ভরা পাকা ধান,
কৃষক ফলায় সোনার ফসল
ঝড়ায় কত ঘাম।
মাঠের প্রাণে চেয়ে দেখো
জড়িয়ে যাবে প্রাণ,
কৃষকের মুখে শুনি মোরা
মিষ্টি সুরের গান।
কৃষক এবার হাসিমুখে
ঘরে তুলবে ধান।।।।