পয়সার নাম
মোঃ আব্দুল জলিল
পয়সার নাম নোজর আনা
পয়সায় হয় কানের গয়না।
দেখতে ঝিলিক মারে,
ও ভাই পয়সায় কিনা করে।
টাকা পয়সা আছে যার,
দুনিয়াটা তার।
টাকা পয়সা ছাড়া যেন,
দুনিয়া টাই হা হা কার।
টাকা পয়সা থাকলে কাছে,
বন্দু বান্ধব থাকবে পাশে।
টাকা পয়সা নেই কাছে,
বন্দু বান্ধব সবি মিছে।।।