নৌকা ছারো তারা তারি
মোঃ আব্দুল জলিল
নদীর বুকে জলের ঢেউ
নৌকার মাঝে কি আছে কেউ,
ঢেউ আসছে শারী শারী
যাবো আমি মামা বাড়ি।
ঢেউয়ের সাথে নৌকা দোলে
ওমাঝি ভাই নাওনা আমায়,
তোমার নৌকায় তোলে
করে দাওনা আমায় নদী পার।
ঐ পারেতে মামা বাড়ি
নৌকা ছারো তারা তারি,
সন্দার আগে যেতে হবে বাড়ি।
নাহি যোদি যেতে পারি
মামা করবে আমার সাথে আরি,
তখন কি আর থাকতে পারবো
আমি মামার বাড়ি।
ওমাঝি ভাই নৌকা ছার তারা তারি
সন্দার আগে যেতে হবে বাড়ি।।।