নানা নানী ভালোবাসা
মোঃ আব্দুল জলিল

ধানের মদে চামারা
ঝোদি থাকে পানি,
ইষ্টি মদে মামারা
ঝোদি থাকে নানী।

পাবে তুমি অনেক আদর
পাবে ভালোবাসা,
মামা মামী বলবে বাজান
দিবে অনেক আশা।

পাবে তুমি সমা আদর
জুদি থাকে নানী,
নানা নানী থাকতে তুমি
যাও নানা বাড়ি।

পাবে তুমি অনেক কিছু
পাবে ভালোবাসা,
নানা নানী ভালোবাসা
মিষ্টি মধুর অনেক আশা,
পাবো তুমি ভালোবাসা।

নানা নানী না থাকিলে
কিছুই পাবেনা,
থাকতে তোমার নানা নানী
যাও নানার বাড়ি ।।।