মানুষ চেনা বড়ই কষ্টকর
মোঃ আব্দুল জলিল
এই দুনিয়ায় মানুষ চেনা
বড়ই কষ্টকর,
মানুষ চিনতে করি ভুল
চোখে মুখে লাগে দুল।
মানুষ চিনতে বার বার
আমি কেন যে করি ভুল,
মানুষ এখন হয়ে গেছে
রঙেরই পুতুল।
কত রঙের মানুষ দেখি
এই যে দুনিয়ায়,
কোনটা যে আসল মানুষ
সেটাই চেনা বড় দায়।
মানুষ চিনতে এখন আমি
ঘুরছি মানুষের দ্বারে দ্বারে,
আসল মানুষ চেনার দায়ে
ঘুরছি বারে বারে।
কোনটা যে আসল মানুষ
চিনবো কেমন করে।।।