মাহে রমজান তুমি এসেছ বলে
মোঃ আব্দুল জলিল
হে মাহে রমজান তুমি এসেছ বলে
মুমিনের দেহে ফিরে এসেছে প্রাণ।
তাইতো তারা গাইছে আল্লাহর গুনোগান
জেগে উঠেছে মুমিনের মনো প্রাণ।
তাইতো তারা গাইছে
আল্লাহর রাসুলের গুনোগান,
করেছে নিয়ত সঠিকভাবে
পড়তে পারি যেন পাঁচ ওয়াক্ত নামাজ।
পড়তে পারে যেন মসজিদে
জামাতের সাথে নামাজ,
করতে পারে যেন ৩০ রোজা
রাখতে পারে যেন ঈমানকে সোজা।
দিতে পারি যেন ফেতরা যাকাত
মিস না হয় যেন আমার
নামাজ এক রাকাত,
পড়তে পারি যেন কুরআন।
পড়লে কোরআন ভালো থাকবে
মুমিনের দেহ মনো প্রাণ,
করতে পারবে তুমি আল্লাহর গুনগান।
এই মাহে রমজানে তুমি যদি না
করতে পারো গুনাহ মাফের কাম,
তাহলে তোমার আখেরাতের থাকবেনা
তো তোমার কোন দাম।।।