করছো তুমি রূপের বড়ই
মোঃ আব্দুল জলিল
করছো তুমি রুপের বড়াই
রূপ নিয়ে করছো লড়াই,
রুপের আগুনে জ্বলছো তুমি
করছো কত কি।
রুপের ঝলক দেখিয়ে তুমি
কেড়ে নিয়েছো কত জনের মন,
মন নিয়ে করছো খেলা
দেখিয়েছো কত রং।
রংবেরঙের পোশাক পরে
দেখিয়েছো কত ঢং,
রুপে তোমার ধরবে বাটি
রুপ তো নয় তোমার
চিরস্থায়ী ঘাঁটি।
এই রূপ নিয়ে করছ কেন
এত কথা কাটাকাটি,
রুপ তো নয় কারো
চিরস্থায়ী ঘাঁটি।
রুপ একদিন সবারই তো
হয়ে যাবে মাটি,
তাই বলি রূপ নিয়ে
করিও না এত ঘাটাঘাটি।।।