কুমরী বিল
মোঃ আব্দুল জলিল

বর্ষাকালে কুমরী বিলে
জলে থাকে ভড়া,
জলের মাঝে বসত করে
শাপলা ফুলের তোড়া

ঢেপের সাথে খেলা করে
শাপলা ফুলের ছড়া,
ঢেউয়ের সাথে বেসে চলে
পানা ফুলের ছড়া।

পদ্ম ফুল ফুটছে বিলে
নিক্রে কাটায় জোড়া,
দুষ্ট ছেলে বলছে এখন
বিলের মাঝে চল তোরা।

তুলতে হবে শাপলা ফুল
গাতব ফুলের মালা,
ঢেব ফল খাব মোরা
করব ওরা তারা।

পদ্মফুল দেখতে ভালো
নিক্রে কাটাই জ্বালা,
জ্বালার মাঝে তুলতে হবে
পদ্ম ফুলের ছড়া।।