খোকা বলছে মা কে
মোঃ আব্দুল জলিল
খোকা বলছে মা কে
চাঁদের আলোয় জোসনা হাসে,
আমি হাসলে দোষ কি তাতে।
মা বলছে দোষ নেই তাতে
তোমার হাসিতে মুক্তা যরে,
তোমার হাসিতে প্রাণটা বরে
এতেই আমি সুখী।
তোমার ঔ হাসিটি
দেখতে এসেছে
চাঁদের বুড়িটি।
বলছে বুড়ি খোকা কই
মুড়ি আর খাবো দই,
খোকা এখন গেল কই।।।