খোকা আমায় গেছে ভুলে
মোঃ আব্দুল জলিল
খোকা যখন ছিল ছোট
ছিল আমার কোলে,
মা বলে ডাকত আমায়
থাকতো হাসি মুখে।
খোকার হাসি দেখে আমার
দুঃখ কষ্ট সবই যেত উড়ে,
খোকা এখন বড় হয়ে
গেছে আমায় ভুলে।
আমি ছিলাম খোকার চোখের
দুই নয়নেরই আলো,
সেই খোকা আমায় ছাড়া
কেমনে থাকে ভালো।
আমার কাছে খোকা তুই
সাত রাজারী ধন,
তোর সুখের জন্য আমি
সব কিছুই দিয়ে দিব বিসর্জন।