খালি হাতে যাইতে হবে
মোঃ আব্দুল জলিল
আসছি একা যাবো একা
সঙ্গে যাবে না কেউ,
মাটির দেহ মাটি হবে
সঙ্গের সাথী হবে না কেউ।
যতই কর বাড়ি গাড়ি
গড়ো টাকার পাহাড়,
খালি হাতে যাইতে হবে
সঙ্গে যাবে না তোমার
ওই টাকার পাহাড়।
গাড়ি বাড়ি টাকা-পয়সা
থাকবে পরে তোমার,
খালি হাতে যাইতে হবে
সঙ্গে যাবেনা কিছুই তোমার।
স্ত্রী সন্তান থাকবে শুগে
কাঁদবে কিছু দিন,
তোমায় ভুলে যাবে ওরা
মনে রাখবে কিছু দিন।
শুনবে না কেউ তোমার ডাক
কান্নার হাহা কার,
আল্লার রাস্তায় চলো তুমি
কর আখেরাতের
সম্বলের পাহাড়।।।