হয়তো আমি কালো
মোঃ আব্দুল জলিল
হয়তো আমি কালো
তাই কেউ বাসেনি ভালো।
আমি হয়তো হব এক দিন
তোমার জীবনের আলো।
সেই দিন তুমি বুঝবে,
কে ছিল তোমার জীবনের আলো।
সেই দিন তুমি হয়তো খুজবে আমায়,
পাগলের মত হয়ে।
সেই দিন আমি হয়তো থাকবো
ওই দৌর আকাশের তাঁরা হয়ে।