গরিব ঘরের ছেলে আমি
মোঃ আব্দুল জলিল
গরিব ঘরের ছেলে আমি
স্বপ্ন অনেক দেখি,
পকেটে নেই টাকা পয়সা
মনে আমার অনেক আশা।
হবে এক দিন টাকা পয়সা
সেই আশাতেই থাকি,
মনের আশা পূরণ করতে
এই দূর প্রবাসে আসি।
শত কষ্ট বুকে নিয়ে
প্রবাসেতে থাকি,
স্বপ্ন পূরণ করতে হবে
সেই ভাবনাতেই চলি।
চলতে চলতে একদিন হয়তো
স্বপ্ন পূরণ হবে,
সেই দিনটা যে আর
কত দিন পর হবে।।।