মোঃ আব্দুল জলিল
দেশের কথা মনে হলে
ঘরের পিছে নারিকেল গাছ
চিরল চিরল পাতা,
দেশের কথা মনে হলে
ঘুরে আমার মাথা।
আমি থাকি প্রবাসেতে
আমার মনটা থাকে বাড়ি,
মায়ের কথা মনে হলে
থাকতে নাহি পারি।
দেশের কথা মনে হলে
একেলা একেলা ভাবি,
কত বছর পার হইলো
জাইনা দেশের বাড়ি।
কখন যাব বাড়ি আমি
সেই আশাতেই থাকি,
ঘুমের ঘরে স্বপ্ন দেখি
যাচ্ছি আমি বাড়ি।
কত কিছু ভাবছি আমি
স্বপ্নের মাঝে থেকে,
কত বছর পার হয়েছে
এই দূর প্রবাসেতে।
কত বছর পরে আমি
যাচ্ছি আমার দেশে,
দেখতে পাবো মা-বাবাকে
মনটা অনেক খুশি।
মনের মাঝে আনন্দেরই
ডেউ উঠেছে,
প্রাণে লেগেছে দোলা।
হঠাৎ করে ঘুম ভাঙলো
স্বপ্ন উধাও হল,
স্বপ্নের মাঝে ছিলাম ভালো
মনটা ছিল ভালো।
ঘুম ভাঙলেই দেখি আমি
মনটা হলো আধার কালো।।