চাঁদের বুড়ি
মোঃ আব্দুল জলিল
আকাশেতে তারার মেলা
চাঁদ করছে খেলা,
চাঁদের বুড়ি বলছে এখন
আমি একেলা।
তারা গুলো বলছে বুড়ি
তুমি নও একেলা।
তোমার সাথে করব খেলা,
বসাবো তারার মেলা।
ঝিকি মিকি আলো দিব
লাগবে তোমার অনেক ভালো,
ভালো লাগলে করবে খেলা
খোকা বাবুর সাথে।
খোকা বলছে চাঁদের বুড়ি
তুমাকে না ধরতে পাড়ি,
তোমার সাথে করব আড়ি
তুমি যাচ্ছ সবার বাড়ি।
আসবে না আর আমার বাড়ি
তোমার সাথে করছি আড়ি।।।