বাঙ্গলো সেই বাবুই পাখির বাসা
       মোঃ আব্দুল জলিল

একটি গাছে দুটি বাবুই পাখি
বেদেছিল বাসা,
দু চোখ ভরা সপ্ন ছিল
মনে অনেক আশা।
খরকুঠা দিয়ে বাবুই পাখি
বানায় ছোট একটা বাসা,
সেই বাসাতে থাকবে তারা
মনে অনেক আশা।
বাতাস আসলে হেলে দুলে
বাবুই পাখির বাসা,
সুখের সাগরে ভাসবে তারা
মনে অনেক আশা।
আশার ভরশা ভালোবাসায়
ভরা ছিল বাবুই পাখির বাসা,
সেই বাসাতে আসলো তাদের
দুটি ফুটফুটে বাবুই পাখির ছানা।
বাতাস আসলে হেলে দুলে
বাবুই পাখির বাসা,
রংগে ডঙ্গে দুলে সেথায়
বাবুই পাখির ছানা।
হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে
বাঙ্গলো সেই বাবুই পাখির বাসা,
আশার ভরশা ভালোবাসা
এখন যেন সব কিছুই
হয়ে গেলো নইরাশা।।।