আসার ভরসা তুমি আমার
মোঃ আব্দুল জলিল
আসার ভরসা তুমি আমার
হৃদয়ের মাঝে ফোটা পদ্ম ফুল,
তুমি আমার ভালোবাসা
রজনী গন্ধা বেলি ফুল।
তুমি আমার ভালোবাসা
স্বপ্ন সাধনার আশা,
তোমার ভালোবাসা পেতে
মন হয়েছে আমার ব্যাকুল।
তোমার আমার ভালোবাসা
সীমাহীন এক নদীর কূল,
তোমায় ভালোবেসে আমি
করিনি তো কোন ভুল।
তোমায় ভেবে ঘুম আসে না
একলা জেগে রই,
কত নিশি ভোর হয়েছে
কেমনে তোমায় কই।।