আমার সেই মাতৃভূমি গ্রাম
মোঃ আব্দুল জলিল
আমি যে গ্রামে জন্মায়
সেই গ্রামে তো
আমার মাতৃভূমি মা।
মায়ের আদর ভালবাসা
কখনো তো ভুলা যাবেনা।
যত দূরে যাইনা কেন আমি
থাকি না যতোই দূরে,
গায়ের কথা মনে হলে
থাকতে তো পারিনা আর ঘরে।
মনে হয় ওই দুহাত বাড়িয়ে
ডাকছে আমায় মাতৃভূমি মা,
আয়রে খুকা ফিরে আয়
আবার আমার বুকে।
আমারো তো ফিরে যেতে মন চায়
আমার সেই মাতৃভূমি গ্রামে,
মন চাইলেই তো আর
যাইতে পারিনারে।
কত স্মৃতি কত মায়া
দুচোখে মাঝে ভাসে।
সেই গ্রামের দুলাবালি
আজও লেগে আছে,
আমার সারা গায়ে।।।।