আমার সেই জন্মভূমি
মোঃ আব্দুল জলিল
আমার সেই জন্মভূমি
ঘুনীপাড়া ছোট্ট গ্রামটি,
তোমায় ভুলিনি আজো
আমি মনে রেখেছি।
কত স্মৃতি কত মায়া
লেগে আছে তোমার সাথে,
কেমনে ভুলি তোমায় বলো
আমার জীবন থাকিতে।
তোমায় ভুলে থাকতে পারবো না
আমি বাঁচবো যতদিন,
তোমার বুকে ছুটছি আমি
ঘুরছি কত দিন।
তোমার বুকে ঘুমিয়েছি আমি
কেটেছে কত বছর,
তোমায় ছেড়েছি হয়তো আমি
হয়েছে 18 19 বছর।।