যাদের কারণে ভালোবাসা আজ
হয়েছে উজাড়, শুন্য ঘর,
তাদের খুঁজি ইন্টারনেটে
খুঁজছি ফিরে জীবন ভর।

পাহাড় সম ভালোবাসা দাও
বিনিময়ে কারো নাহি আসে যায়,
মৃত্যু সম ঝুঁকি যদি নাও
বিপদ কালে ফিরে নাহি চায়।

যাদের লাগি সুখ বিলিয়ে
নিঃস্ব থেকেছ জীবন ভর
সুখের মাঝে হাবুডুবু তারা
তোমাকে দেখে করছে ডর।

ছেড়া জামাটায় ছিঁড়ে গেছে তালি
তবু খুশি মা-বাবার মুখ
নির্যাস টুকু মুখে তুলে দিলে
দিলের মাঝে আসবে সুখ।

জানিনা কেন? কার হাতছানি
জন্মদাতাকে করছো ডর,
চোখের আড়াল একবার হলে
পাবেনা খুঁজে জীবন ভর।

দাও ভালোবাসা উজাড় করে
কখনো যদি সঙ্গ পাও,
তিলে তাল হবে এর প্রতিদানে
তাতেই নিজকে রাঙিয়ে নাও।