জোয়ারে ভেসেছিল মোর সংসার
বাতাসে পাল ছিঁড়ে তাও একাকার।
ইতিহাসের পাতা ছিল অতি কষ্টে ভরা
দাবানলে পুঁড়েছিল ফসলের চড়া।
জোছনার আলো ছিল একেবারে ক্ষীন
লাজ লজ্জা পেয়েছিনু হয়েছিনু হীন।
ইহার চেয়ে বেশী কিছু কী বলিব তোরে
খাওয়া পরায় কষ্টে ছিনু কেউ দেখেনি মোরে।
জাহানের বাদশা তোরা ঘর করিলি আলো
হিসাব করিলে এখন সবার চেয়ে ভালো।
দয়াল বরকত দিলেন পুরাইল আশা
হাসিয়া-খেলিয়া চলি নাহি রাখি ফাঁসা।
সাত জাহানের বাদশা আমি শুকরিয়া শত
নমি মোর সৃষ্ট কর্তায়, মাথা করি নত।