কৃষ্ণ পুরের কৃষ্ণা রানী
    কৃষ্ণ কালো চুল,
দেখেনি নয়ন মেলে
  হয়নি তবু ভূল।
প্রেমে ভরা বুকটি তোমার
   হাসি ভরা মুখ,
কাজল কালো নয়ন তোমার
  চাইলে কাটে দুখ।
হৃদয় ভরা ভালোবাসা
    কন্ঠে মধুর সুর,
নরম কোমল মনটি তোমার
   লজ্জা পাবে হুর।
পুকুর জলে শাফলা ফোটে
  পানকড়ি গায় গান,
কদম ফুলের সুবাস পেয়ে
  জুড়ায় তোমার প্রান।
আমড়া গাছের ছায়ায় তোমায়
  দেখি সকাল বেলা,
বন্ধু সাথে মন মাতায়ে
  করছো তুমি খেলা।
আবার ভাবি পুকুর পাড়ে
    পড়ছো তুমি বই,
হৃদয় মাঝে পেতে তোমায়
    চাতক হয়ে রই।
এ জনমে নাইবা পেলাম
    তবুও ভালো হোক,
পর জনমে পুষিয়ে নেব
কাটবে মনের শোক।