ঝর ঝর ঝরনা
যেন ঝরে পড়ছে,
মাঠ-ঘাট,নদী-নালা
নিমিষেই ভরছে।
আকাশে বাতাসে মেঘ
মিশে গিয়ে একাকার,
কৃষক ঘরের কোনে
কেঁদে কেটে জারজার।
ছোট্র ছেলেটি আজ
ঘর মাঝে বসে নাই,
ছিঁঁড়েছে পাটের জাগ
যদি তা খুঁজে পাই।
বাহাদুর, আবু, কালু
একযোগে বেগবান,
খুঁজিয়া পাইতে হবে
পিছে চলে কোরবান।
আকাশে বিজলী ঝরে
মন করে দুরদুর,
বাহিরে সারা মাঠ
চাকরে ভরপুর।
ছোট্র ছেলেটি আজ
আগে আগে ছুটে যায়,
ইন্না লিল্লা..পড়ে
পিছে করে হায় হায়।
বজ্রে নিহত কালু
নিশ্চুপ পরিবেশ,
এক মুঠো খায় বলে
মনে নাই কোন ক্লেশ।
চাকর নফর যত
চোখে ঝরে ঝরনা,
কালু ভাই চলে গেল
সেতো কারো পর না।
থেমে নাই সেই ছেলে
সারাক্ষন খাটুনী,
পেট পুরে নাই ভাত
আছে শুধু আটুনী।
এভাবেই জীবন চলে
কখনো থেমে নাই,
গরীবের সাথে আল্লাহ
কিতাবে প্রমান পাই।
চলবে