এতটুকু ছেলে অনেক পেকেছে
বারে বারে মলে কান,
সুযোগ পেলেই উচিৎ মূল্যে
দেব তার প্রতিদান।
মোদের বাড়িতে খাওয়া পরা ক'রে
আরামে কাটাস রাত,
আমার কানে হাত দিলি তুই
কোথায় খাবি ভাত?
বাড়ীর চাকর খুব ছোট লোক
বারে বারে অপমান,
পড়া পারিনি তাই বলে কি
মলিতে হবে কান।
ট্যারাচোখা ঐ মাষ্টার বাবু
বুঝিবেনা কোন দিন,
লেখা-পড়া শিখে কিবা লাভ হবে
বসিয়া বাজাব বীন।
হাজার বিঘি বাবার আছে
মায়ের পাঁচশ বিঘি,
শখ করে বাবা কিনে দিয়েছে
গোটা পাঁচ ছয় দিঘি।
আমার বাবার বেতনে মানুষ
টেরাচোখা ঐ স্যার,
ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি
ওব্যাটা পাবেনা পার।
সংগী ছাড়া ঐ ছেলেটি
নাইট স্কুলে যায়,
পথে প্রান্তরে হাজার বাধা
কি করিবে একা হায়!
জঙ্গলে ভরা সারা গ্রাম খানি
গা ছম ছম করে,
কলেরা এসে দানা বেঁধেছে
প্রতিদিন লোক মরে।
দিন দিন তাই কমিতেছে ছেলে
ভাবনায় জারে জার,
রাস্তা ঘাটের অবস্থা বুঝে
যাওয়া হলোনা আর।
চলেব