পালক পুত্র ( পর্ব-১)
নদীর একুল ভাঙে ঐকুল গড়ে
এইতো নদীর খেলা,
পুত্র সাথে স্বামী হারা নারী
ভাসায় নদীতে ভেলা।
খাট পালঙ্ক যা কিছু ছিল
ভাসিয়া গিয়াছে বানে,
কোথায় গিয়ে আশ্রয় নিবে
খোদা ছাড়া কে জানে।
ভাসিতে ভাসিতে দুবলার চরে
আটকে গেল ভেলা,
ভোরের আজান যাচ্ছে শোনা
তখনো ওঠেনি বেলা।
এক এক করে যাচ্ছে জেলেরা
মাছ ধরিবার তরে,
ভেলায় বসে অসহায় নারী
কাঁপছে তাদের ডরে।
রহিম জেলে ছুটে চলে যায়
কমল তাহার মন,
চেহারা দেখে চমকে ওঠে
এযে ইব্রাহিমের বোন।
আয় বিটি আয় ঐ দেখা যায়
তোর ভাইয়ের বাড়ী,
বড়টা আমার কাঁধে তুলে দে
চল্ যাই তাড়াতাড়ী।
গেল বছরে বাপকে হারালি
এই বছরে স্বামী,
বন্যার তোড়ে বাড়ীটা গেল
কিযে করে অন্তযামী।
লা ওয়ারিশ ছেলেরা হলো
তুই হলি বাড়ী হারা,
সহায় সম্বল কিছুই পেলিনা
কে দেখিবে আল্লাহ ছাড়া।
কষ্টের পরে দেখিল যখন
ছোট ভাইয়ের মুখ,
ক্ষনিকের তরে হারালো ব্যাথা
ফিরে পেল সুখ।
ভাইয়ের ঘরে খুব বেশীদিন
হইল নারে ঠাই,
চিৎকার দিয়া জাহিদ কাঁদে
মা বুঝি বেঁচে নাই।
ছোট ভাই ঐ লাল মিয়া সাথে
সাগরে ভাসায় ভেলা,
ধনীর দুলাল কাঙালের বেশে
আল্লাহ খেলিবে কত খেলা।
চলবে