হুলো বিড়াল মাছ খেয়েছে মাঝ রাতেতে
পড়লো মাথায় বাজ,
লাঠি সোটা বল্লম হাতে
উচিৎ সাজা আজ।
ছুটছে বিড়াল উঠছে গাছে
ভাঁঙছে গাছের ডাল,
ঝপাত করে পড়লো জলে
পাশেই ছিল খাল।
ঠান্ডা জলের ঝাপটা খেয়ে
কাঁপছে থর থর,
রক্ষা পেলে আর খাবনা
সারা জীবন ভর।
দুধ-ভাতে মুখ বিষিয়ে ছিল
খাইতে গেলাম ঝাল,
বুড়ো দাদুর টের পাওয়াটা
হইল বুঝি কাল।
লালু-ভুলু দৌড়ে এসে
কাঁমড়ে ধরে কান,
হারামজাদা বিদায় হগে
নষ্ট করলি মান।
বিছানাতে দিন কাটায়ে
করলি এমন কাজ,
লজ্জা কি তুই একাই পেলি?
সবাই পেলাম লাজ।
হুলোর হয়ে লালু -ভুলু
প্রভূর কাছে কয়,
হুলোটাকে মাফ করে দাও
পায়না যেন ভয়।
তার পরেও ঐ হুলো ব্যাটা
রান্না ঘরে যায়,
সুযোগ পেলেই ঘাপটি মেরে
রুইয়ের মাথা খায়।