কিছু লেখার চেষ্টা করি। সেটা কবিতার মত হয় কিনা জানিনা। আর যা কিছু লেখা হয় তার ভবিষ্যৎ বুঝে উঠিনা। পাঠকের চেয়ে কবি কম নয় বলে আমার মনে হয়। আবার অল্প কিছু দিনের মধ্যে নজরুল , রবীন্দ্রনাথ, শামসুর রহমানককে অতিক্রম করবে এমন কবির সংখ্যা কম নয় বলে মনে হচ্ছে। তেলতেলে মন্তব্য কবিকে বিপথগামী করছে। সব কিছু মিলে খুব বেশী ভালো মনে হচ্ছেনা।
২০১৬ সাল শেষের দিকে। আর মাত্র ক'টা দিন বাঁকি আছে। নতুন লোক হিসাবে অনেক কিছু বুঝিনা। তবে একটাই জিজ্ঞাসা এই প্রকাশিত কবিতার ভবিষ্যৎ কী?
মান সম্মত কবিতার কোন মূল্যায়ন হবে কী? হলে তার ধরন কী হবে?